নোয়াখালীতে মাদক,ইভটিজিং প্রতিরোধের জন্য সি সি ক্যামরার উদ্ভোধন মোঃইফতেখাইরুল আলম মোঃইফতেখাইরুল আলম নোয়াখালী প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ , ডিসেম্বর ২১, ২০২০ নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ইভটিজিং সহ নানা অপকর্মে প্রতিরোধে চৌমুহনী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের শান্তি-শৃঙঙ্খলা ও নিরাপত্তার লক্ষে, উত্তরা কমিউনিটি ফোরামের সভাপতি মোঃআরিফ হোসেন তুহিনের সভাপতিত্বে ও সাংবাদিক মোতাছিম বিল্লাহ সবুজের সঞ্চালনায়,এ সময় উদ্ভোধন করেন, নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন।বেগমগঞ্জ মডেল থানার(ওসি)মোহাম্মদ কামরুজ্জামান শিকদার,চৌমুহনী পুলিশ ফাঁড়ির এস আই মোঃ মিজান পাঠান প্রমুখ। এ সময় উদ্ভোধনী ও অনুষ্ঠানে স্থানীয় জনগণের উপস্থিতিতে পুলিশ সুপার মোঃআলমগীর হোসেন বলেন,চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ড নোয়াখালী জেলায় মডেল এলাকা হয়ে থাকবে।পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন জনগন এগিয়ে আসলে সহজে সমাজে অন্যায় প্রতিরোধ করা সম্ভব হবে। শেয়ার G$R নিউজের নিচে অন্যান্য বিষয়: