নোয়াখালী জেলার কৃতি সন্তান ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান মোঃইফতেখাইরুল আলম মোঃইফতেখাইরুল আলম নোয়াখালী প্রকাশিত: ৬:৫৫ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২০ নোয়াখালী জেলার কোম্পানিগন্জ উপজেলার রামপুর ইউনিয়নের বাবা-মায়ের আদরের কৃতি সন্তান মোহাম্মদ আলী আজগর বদলী হয়েছেন, ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে। জন প্রশাসন মন্রনালয় সূএে জানা গেছে,তিনি ঢাকা বি,আর,টিসির ম্যানেজার থেকে বদলী হয়ে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। আজ থেকে নতুন দায়িত্ব পালনে তিনি ফেনী জেলা বাসীর সকলের সহযোগীতা কামনা করছেন। শেয়ার G$R নিউজের নিচে অন্যান্য বিষয়: