নোয়াখালী জেলা প্রশাসক সহ তিনজন করোনায় আক্রান্ত মোঃইফতেখাইরুল আলম মোঃইফতেখাইরুল আলম নোয়াখালী প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২০ নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে,জেলা বাসির কাছে দোয়া কামনা করছেন। তিনি১৫ ই ডিসেম্ভর(মঙ্গলবর)সামাজিক যোগাযোগ ফেইসবুক জেলা প্রশাসক আইডি থেকে এ তথ্য নিশ্চিত করছেন। অপরদিকে গত সাপ্তাহ থেকে নোয়াখালী সদর সহকারী ভুমি অফিসের নির্বাহী কর্মকর্তা মোঃজাকারিয়া সহ একেই অফিস কার্যালয়ের কানুন-গো মিলন কান্তি চাকমার করোনায় পজিটিভ। এ খবর সামাজিক যোগাযোগ ফেইসবুকে ছড়িয়ে পড়লে নোয়াখালীর সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা আতংম্ক বিরাজ করছে। শেয়ার G$R নিউজের নিচে অন্যান্য বিষয়: