নোয়াখালীতে মুজিববর্ষে ভুমি-হীনদের জন্য প্রধান মন্রীর উপহার মোঃইফতেখাইরুল আলম মোঃইফতেখাইরুল আলম নোয়াখালী প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১৪, ২০২০ প্রধান মন্রী শেখ হাছিনা মুজিব বর্ষ উপলক্ষে ভুমি-হীনদের আশ্রয়নের অধিকার ও গৃহহীন পরিবারকে পূর্ন্যবাসনের লক্ষ্যে নোয়াখালী জেলার কোম্পানিগন্জ উপজেলায় সরকারি খাস জমিতে ভুমিহীন ও গৃহহীন গরীব দুখি অসহায় সাধারন মানুষের জন্য বিভিন্ন ইউনিয়নে নির্মানধীন ঘর সমূহ পরিদর্শন করেন,নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান,কোম্পানিগন্জ উপজেলা চেয়ারম্যান মোঃশাহাব উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল হক মীর সহ আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এবং ভুমি সহকারী সহ মান্যগণ্য নেতৃবৃন্দ। শেয়ার G$R নিউজের নিচে অন্যান্য বিষয়: