 | রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি |
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত একজন ও ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চারজনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সাজাপ্রাপ্ত আসামি উপজেলার ডাকাহার পাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে নজিবুল্লা ওরফে দুলাল (৪৮), ওয়ারেন্টভুক্ত আসামি হরিশপুর গ্রামের মৃত ভুবেন নাথের ছেলে সূর্যনাথ (৪৯), পারইল গ্রামের আফজাল হোসেনের ছেলে জামাল (৩৫) ও নওগাঁ সদরের পিরোজপুর গ্রামের রমজান আলীর ছেলে বিপ্লব (২৮)।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
19.11.2019 | 07:36 PM | সর্বমোট ২০০ বার পঠিত