 | রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি |
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের ঐতিহ্যবাহী পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রায়হান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর আসনের সংসদ সদস্য পররাষ্ট্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা।
এছাড়া জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক লতিফ বকুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আক্তার, সাধারন সম্পাদক লিপি সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বানু, মাহিন, শাহপরান নয়ন, ইসতিয়াক আহম্মেদ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
18.11.2019 | 03:03 PM | সর্বমোট ১৪৯ বার পঠিত