![]() | মোঃ ইব্রাহিম হোসেন |
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম মাইনুল হকের সন্তান একরামুল হক মৃদুল। মাইনুল হক ছিলো একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের একজন সত ও নিষ্ঠাবান নেতা। প্রয়াত মুক্তিযোদ্ধা মাইনুল হক এলাকার ২৯ নং ওয়ার্ডের যুদ্ধাহত ও দুঃস্থ মুক্তিযোদ্ধাদের সরকারি সহযোগীতা পাওয়ার জন্য কাজ করে গেছেন আমৃত্যু।তাই তাকে আজও ভুলতে পারেনি ২৯ নং ওয়ার্ডবাসী। মাইনুল হক ছিলো ২৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক। মুক্তিযোদ্ধা মাইনুল হক ২০১৩ সালে ২৩শে অক্টোবর পাবনা থেকে ঢাকা আসার সময় সপরিবারে রোড এক্সিডেন্ট করলে তিনি ও তার স্ত্রী মারা যায়। মাইনুল হকের বিষয়ে খোঁজ নিলে দৈনিক নিউজ৭১ পত্রিকাকে এলাকাবাসী বলেন, মাইনুল হক একজন মহান ব্যাক্তি ছিলেন, তাই তারই মত আরেক মহান নেতা পেয়েছি তারই সুযোগ্য সন্তান ইকরামূল হক মৃদুল।
এলাকাবাসী আরো জানান মহান বাবার মহান ছেলে আমরা তার সব ধরনের কাজকে স্বাগতম জানাই। মনে হয় আমাদের মাঝে এখনো বেঁচে আছেন মুক্তিযোদ্ধা মাইনুল হক।
মাইনুল হকের ছেলে মৃদুল ২ যুগ ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন, মোহাম্মদপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক হয়ে দায়িত্ব পালন করছেন এবং ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন একরামুল হক মৃদুল।
সরেজমিনে দেখা গেছে মৃদুলের বাসার সামনেই রয়েছে ব্ঙ্গবন্ধু আদর্শ স্কুল, স্কুলের ছাত্রদের সাথে কথা বললে দৈনিক নিউজ৭১ পত্রিকাকে ছাত্রছাত্রীরা জানায় মৃদুল ভাইয়া খুবই ভালো মানুষ, আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কথা বলে এবং যাতে করে আমরা কোনো মাদকের দিকে না যাই সে বিষয়টিও আমাদের কে সবসময় বলে। তাই মৃদুল ভাইয়া আমাদের কাছে খুবই একজন ভালো মানুষ।
এলাকাবাসি জানায় একরামুল হক মৃদুল তার বাবার মত পারলে মানুষের উপকার করে কারও কোনো ক্ষতি করেনা। তার মত একজন লোক দরকার আমাদের।এই ওয়ার্ডের দেখভাল করার জন্য, ওয়ার্ড বাসী আরো জানায় মুক্তিযোদ্ধা মাইনুল হক যখন মুক্তিযুদ্ধে আহত হয়েছিলো তখন তাকে বঙ্গবন্ধুর আদেশে জার্মান পাঠিয়েছিল চিকিৎসার জন্য এবং বঙ্গবন্ধুর হাতের লেখা চিঠিও তার বাসায় মৃদুলের কাছে রয়েছে এখনো, বঙ্গবন্ধু খুবই ভালো বাসতো মাইনুল হক কে। আওয়ামী লীগ সরকারের কাছে আমাদের দাবি তার ছেলে একরামুল হক মৃদুলকেও যেনো মাননীয় প্রধানমন্ত্রী সব রকম সহযোগীতা করে তাহলে আমারা মোহাম্মদপুর বাসী ২৯ নং ওয়ার্ডের লোকেরা অনেক সন্তুষ্ট হবো।
17.11.2019 | 12:01 AM | সর্বমোট ৩৯২ বার পঠিত
09.12.2019 | 12:41 PM
09.12.2019 | 12:15 PM
07.12.2019 | 05:48 AM
05.12.2019 | 06:49 AM
09.12.2019 | 12:45 PM