![]() | হুসাইন মোহাম্মদ আরমান ,ঠাকুরগাঁও |
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন করলেন ঠাকুরগাঁওবাসী।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল র্যালি বের হয়। র্যালিতে প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর ও সংগঠনের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। উক্ত র্যালিতে সিলেটের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও দফতরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন চত্ত্বর থেকে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা পুলিশসহ বিভিন্ন দফরের কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার ফেস্টুনসহ র্যালি নিয়ে রাজপথে বের হন। র্যালিটি রাজপথে নামার সাথে সাথে সাধারণ জনগন ও পথচারীরা হাত নেড়ে অভিনন্দন জানান ও একাত্মতা প্রকাশ করেন।
পরে র্যালিতে আরও যোগ দেয় শিশু একাডেমি, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্ত্বরে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
22.03.2018 | 10:33 PM | সর্বমোট ৭৪ বার পঠিত
26.04.2018 | 04:12 PM
25.04.2018 | 10:31 PM
25.04.2018 | 09:07 PM
13.04.2018 | 03:59 PM
26.04.2018 | 02:27 PM