 | ষ্টাফ রিপোর্টার,ঢাকা |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ অাসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষ থেকে নবাবগঞ্জবাসীকে ঈদুল অাযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা নবাবগঞ্জ উপজেলা অাওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার মো. রাকিব।
তিনি তার শুভেচ্ছা বাণীতে বলেন, ঈদ সকলের জীবনে বয়ে অানুক অনাবিল সুখ শান্তি ও ভালোবাসা। অাসুন অামরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদুল অাযহার অানন্দ ভাগাভাগি করে উপভোগ করি। এবং মাদক, সন্ত্রাসকে না বলি।
-পত্তনদার মো. রাকিব-
সাংগঠনিক সম্পাদক, নবাবগঞ্জ উপজেলা অাওয়ামী যুবলীগ।
12.08.2019 | 01:48 PM | সর্বমোট ৪৬০ বার পঠিত