 | নিউজ রুম এডিটর, নিউজ৭১অনলাইন |
মিরসরাইয়ের ৮ নং দূর্গাপুর ইউনিয়ন এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত তিনটায় মুক্তিযোদ্ধা শাহ আলমের বাড়িতে একদল ডাকাত অস্ত্রসস্ত্র সহ তার পরিবার কে প্রায় ১ ঘন্টা জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা, ৫ ভরি স্বর্নালংকার, ৭ টি মোবাইল সহ বিপুল পরিমান মালামাল লুটপাট করে পালিয়ে যায়।
মুক্তিযোদ্ধা শাহ আলম তার পরিবারের পাঁচজন সদস্য নিয়ে অই বাড়িতে বসবাস করেন। কিন্ত কাল রাত তিনটার দিকে তার বাড়ির গ্রিল কেটে একদল ডাকাত ঘরে ঢুকে তাদের জিম্মি করে মালামাল লুটাপাট করে পালিয়ে যায় বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধা শাহ আলম আরো বলেন, " মুক্তিযোদ্ধা হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসেবে আজ আমি, আমার পরিবারের নিরপত্তা নেই। স্বাধীন বাংলাদেশে এসব চোর বাটপারের হাতে জিম্মি আমরা। তাই আজ আমি, আমার পরিবার এমন পরিস্থিতির স্বীকার। আইন শৃঙ্খলাবাহীনি এর কাছে আমার বিনীত অনুরোধ কারা এই ঘটনার সাথে জড়িত, তাদের বের করে কঠোর শাস্তি দেয়া হওক। "
শাহ আলমের ছেলে সাইমুন জানান, আমার বাবা মুক্তিযোদ্ধা। তিনি প্রবাসেই থাকেন। মাস খানেক আগে দেশে এসেছেন। কালরাতে ডাকাতরা গ্রিল ভেঙ্গে বাড়িতে ডুকে লুটপাট করে। কিন্ত এ ঘটনায় বাবা মামলা করতে রাজি হচ্ছেনা। ডাকাতরা ফের হামলা চালাবে এমন আশঙ্কায় তিনি নিরপত্তাহীনতায় ভুগছেন।
জোরাগঞ্জ থানার ওসি জাহেদুল কবির জানান, কাল রাতে দূর্গাপুর ইউনিয়নে এক মুক্তিযোদ্ধারর বাড়িতে ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্রে খবর পেয়ে আমাদের একটি ফোর্স পাঠিয়েছে। অই পরিবার কে মামলা দায়ের করতে পরামর্শ দিয়েছি। তারা মামলা করলে কারা এই ঘটনার সাথে জড়িত তা আমরা বের করে দ্রুত ব্যবস্থা নিতে সহজ হবে। তারপর ও আমরা আমাদের নিজ উদ্যোগে ডাকাতদের গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছি।
20.03.2018 | 04:51 PM | সর্বমোট ১০৭ বার পঠিত