 | নিউজ রুম এডিটর, নিউজ৭১অনলাইন |
মীরসরাই প্রতিনিধি ঃ
মীরসরাইয়ে ভিডিপি সদস্যদের জননিরাপত্তামূলক কর্মকান্ডে সম্পৃক্ত করণ, সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেনতা বৃদ্ধি করণ, সংগঠনের প্রশিক্ষিত সদস্য গঠন এবং নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন সম্পর্কে সম্যক জ্ঞান প্রদান ও নির্বাচন কালীন দায়িত্ব পালনে যোগ্য করে গড়ে তোলার উদ্দেশ্যে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ১৪০ জন ভিডিপি প্রশিক্ষনার্থীর “ জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-২য় ধাপ ” মীরসরাইয়ের ২৯ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে গত ৩ মার্চ থেকে ২৩ মার্চ খ্রিঃ তারিখ পর্যন্ত পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের অংশ হিসাবে গত বৃহস্পতিবার (১৫মার্চ) মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট আগুন নিভানোর মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় শিবির অধিনায়ক ও চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট আশীষ কুমার ভট্টাচার্য্য, শিবির উপ-অধিনায়ক ও ২৯ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মেহেনাজ তাবাস্সুম রেবিন এর দিক্ নিদের্শনায় শিবির প্রশিক্ষন কর্মকর্তা ও কোয়াটার মাষ্টার মোঃ রোমান নেতৃত্বে উপস্থিত ছিলেন মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রবিউল আজম, সিনিয়র ফায়ার ম্যান নজরুল ইসলাম, ফায়ারম্যান ইসমাইল হোসেন, শামীম খান, হাফিজুর রহমান প্রমুখ।
18.03.2018 | 10:40 PM | সর্বমোট ১৩৮ বার পঠিত