তানোরে করোনায় যুবলীগ নেতার মৃত্যু অসিম সরকার অসিম সরকার প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ , জুলাই ২৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে করোনায় আক্রান্ত হয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি আলফাজ দেওয়ান (৫২) মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার দুপুরে (২৪ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় আলফাজ রাজশাহী মিশন হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি তানোর পৌর এলাকার রায়তন আকচা গ্রামের তাহার দেওয়ানের পুত্র। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজি আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেন । জানা যায়, করোনা আক্রান্ত হয়ে আলফাজ দেওয়ান রাজশাহী মিশন হাসপাতালে ভর্তি হন। আজ শুক্রবার দুপুরে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তানোর উপজেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৬৮ জন। এর মধ্যে মারা গেছে ১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশনে আছেন ২জন। আর অন্যরা সকলেই হোম আইসোলেশনে আছেন। শেয়ার সারা দেশ বিষয়: