তানোরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ , জুলাই ২৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর পৌরসভায় সম্প্রসারিত বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ৩টায় পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে থানার ওসি রাকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রাজ্জাক খান বিট পুলিশিংয়ের প্রয়োজনীয়তা এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি জানান, পুলিশ বাহিনীর নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উদ্যোগে এ বিষয়টির কাজ চলমান রয়েছে। এ বিট পদ্ধতির ফলে জনগণ এখন থেকে পুলিশ বাহিনীর সেবা পৌরসভা ও ইউনিয়ন পর্যায় থেকেই পাবেন। বক্তব্য শেষে তানোর পৌরসভার ১ নম্বর বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন এএসপি আব্দুর রাজ্জাক। এ সময় তানোর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) খন্দকার লুৎফর রহমান, সহকারী বিট অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (নিঃ) ইউনুছ আলী মোল্লা, আতিকুর রহমানসহ পৌরসভার বিট পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শেয়ার সারা দেশ বিষয়: