তানোর সরকারি কলেজ অধ্যক্ষের বিদায়সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ , জুলাই ২৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমার মিঞার বিদায় সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজেই কর্মজীবনের ৩২ বছর কাটিয়ে অবসর নিলেন অধ্যক্ষ হাবিবুর রহমান মিঞা। শেষ কর্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১২টায় কলেজের মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেন কলেজের শিক্ষকবৃন্দরা। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো। সভাপতিত্ব করেন কলেজ উপাধ্যক্ষ আব্দুল আজিজ। এ সময়ে সবার কাছে ‘হাবিবুর স্যার’ হিসেবে পরিচিত প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাতে এসে অনেকেই কেঁদে ফেলেন। অনুষ্ঠান শুরুর আগে বিদায়ী অধ্যক্ষ হাবিবুর রহমান মিঞাকে গার্ড অব অনার দেয় কলেজের রোভার্স স্কাউট দল। শেষে মুজিব শতবর্ষ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে শিক্ষকদের সাথে নিয়ে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো। শেয়ার সারা দেশ বিষয়: