তানোরে ২০টি ভিপি পুকুরের রাজস্ব আদায় ১২ লক্ষ টাকা

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ , জুলাই ২৩, ২০২০

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে অর্পিত সম্পত্তি (ভিপি সম্পত্তি) ২০টি পুকুরের উন্মুক্ত ডাকে ১২ লক্ষ ১২ হাজার ৬ শত টাকা আদায় করা হয়েছে। দীর্ঘদিন ধরে পুকুরগুলো উন্মুক্ত ডাক থেকে বঞ্চিত ছিলো। ফলে ওই ভিপি পুকুরগুলো থেকে সরকারি রাজস্ব আয়ও তেমন আদায় হতো না। সম্প্রতি তানোর উপজেলা ভূমি অফিস থেকে উপজেলার ২৩টি অর্পিত সম্পত্তির পুকুরের মধ্যে ২০টি পুকুর উন্মুক্ত নিলাম ডাক দেয়া হয়। এতে ব্যাপক সাড়া পড়ে এবং পুকুরগুলোর নিলাম ডাকও উঠে অনেক বেশি।

এ নিয়ে তানোর উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী শাহীনুর রহমান জানান, দীর্ঘদিন থেকে পুকুরোগুলো অফিসের মৌখিক ডাকে ইজারা দেয়া হতো। এবার উন্মুক্ত ডাকে বেশ সাড়া পড়েছে ও নিলাম মূল্যও অনেক উঠেছে। কলমা ইউনিয়নের ১টি পুকুর ২লক্ষ ৩১ হাজার ৬শত টাকা ডাক উঠে। যা এর আগে ইজারা দেয়া হয়েছিল ১লক্ষ ৮০হাজার টাকায়।


এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো বলেন, এটাই নিয়ম। প্রকাশ্যে জনসম্মুখে সর্ব্বোচ ডাকধারীকে পুকুর লিজ দিতে হবে। এই নিয়মটা চালু ছিলো না। সেই নিয়মটা চালু করেছি। এই নিয়মটা অব্যাহত থাকবে।

Loading