বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মোঃ আইয়ুব হোসেন পক্ষী মোঃ আইয়ুব হোসেন পক্ষী বেনাপোল ,শার্শা প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ , নভেম্বর ১৭, ২০২৩ বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ১৫ নভেম্বর রাত সাড়ে ১২ সময় বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর মাঠপাড়া গ্রামস্থ ধৃত আসামী এর বসত বাড়ীর গোয়াল ঘরের গরুর খাবার চাড়ীর ভিতরে ৯০ বোতল ফেন্সিডিলসহ মোঃ আলমগীর হোসেন (৪২), পিতা-মোঃ তাহাজ্জত আলী, মাতা-মোছাঃ বালিতন নেছা ,স্থায়ী: গ্রাম- সাদিপুর (মাঠপাড়া), থানা- বেনাপোল পোর্ট, জেলা যশোরকে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন ভূইয়া বলেন, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার)পিপি এর নির্দেশক্রমে মাদক বিরোধী অভিযানে নিষিদ্ধ ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোর্টে প্রেরন করা হয়েছে। শেয়ার আইন-আদালত বিষয়: