সাভারে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের বাসে অগ্নিসংযোগ নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ , নভেম্বর ১৩, ২০২৩ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। রোববার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুট ওভার ব্রিজের পাশে ইতিহাস পরিবহনের একটি বাস পার্কিং অবস্থায় ছিল। পরে সেই বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বাসটি পার্কিং অবস্থায় থাকায় কোনো যাত্রী ছিল না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, রোববার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এরপর প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উল্লেখ্য, এর আগেও সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর ও মধুমতি মডেল টাউন এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শেয়ার ঢাকা বিষয়: