চট্টগ্রাম থেকে পাচারের সময় পাঁচটি মুখপোড়া হনুমান উদ্ধার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ , নভেম্বর ৪, ২০২৩ চট্টগ্রাম থেকে পাচারের সময় উদ্ধার হয়েছে পাঁচটি মুখপোড়া হনুমান। আটক করা হয়েছে ৩ পাচারকারিকে। নগরীর শাহ আমানত সেতু এলাকার অভিযান চালিয়ে বিপন্ন প্রাণীগুলো উদ্ধার করা হয়। দুপুরে ব্রিফিংএ জানান নগর পুলিশের দক্ষিণ অঞ্চলের উপকমিশনার মোস্তাফিজুর রহমান। তিনি জানান, মূলত চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহার করে পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করা এসব বিপন্ন প্রাণী আন্তর্জাতিক পাচার সিন্ডিকেটের মাধ্যমে ইউরোপ- আমেরিকার মতো দেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের মাধ্যমে উদ্ধার হওয়া প্রাণীগুলো বন বিভাগের কাছে হহস্তান্তর করেপাচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানানো হয়। শেয়ার চট্টগ্রাম বিষয়: