সাংবাদিক কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ , নভেম্বর ২, ২০২৩ সাংবাদিকদের আবাসন, দশম ওয়েজবোর্ড ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ২৮ অক্টোবর সাংবাদিকসহ ক্ষতিগ্রস্তদের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস, বিএফইউজের প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে পেশা হিসেবে সাংবাদিকতা উচ্চমানের। এ পেশা মর্যাদাপূর্ণ অবস্থানে আছে। আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আরও ১০ কোটি টাকা অনুদান দেবো। মালিকরাও কিছু কিছু দিয়েন। কারা দিলেন আমরা কিন্তু দেখবো। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের এদেশে কোনো অধিকার নাই। তারা মানুষের কল্যাণ বা এদেশের কল্যাণ চায় না। প্রতি জেলায় সাংবাদিকদের জন্য সরকারিভাবে জমি বরাদ্দ দেয়া হবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। শেয়ার জাতীয় বিষয়: