নোয়াখালীর পুলিশ সুপারের লেখা ‘জাগ্রত হোক বিবেকবোধ’ বইয়ের মোড়ক উন্মোচন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ , অক্টোবর ৩১, ২০২৩ ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোটার নোয়াখালী প্রেসক্লাবে আজ সোমবার দুপুরের দিকে সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে নোয়াখালী প্রেসক্লাবের সদস্যদের সাথে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলামের জীবনের গল্পকথা ‘জাগ্রত হোক বিবেকবোধ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার) এবং জেলা পুলিশে কর্মরত সিনিয়র অফিসারগণন ও নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ।এতে উপস্থিত ছিলেন,সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্যগন। পুলিশ সুপারের লেখা জাগ্রত হোক বিবেকবোধ বই টি উপহার হিসেবে সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এইছাড়া ও “জাগ্রত হোক বিবেকবোধ” বইটি ছাড়াও পূর্বে করোনাকালীন সময়ে মানবিক পুলিশ বইটি সকলের কাছে গ্রহণযোগ্য ও সর্বমহলে প্রসংশিত হয়েছে।এই বইটি ও সর্বমহলে মাঝে গ্রহনযোগ্য ও প্রসংশিত হবে বলে তিনি আশা করেন। শেয়ার অন্যান্য বিষয়: