‘আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে’

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ , অক্টোবর ২৭, ২০২৩

২৮ অক্টোবর আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্দোলন করা সবার গণতান্ত্রিক অধিকার; তবে বিশৃংখলা সৃষ্টি করলে দমন করা হবে। বিএনপি কর্মীদের জন্য রাতে আদালত বসানো হয়, মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি নেতারা অনেক কথাই বলেন।

Loading