সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে পানিসম্পদ উপমন্ত্রীর শোক নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ , অক্টোবর ২৫, ২০২৩ সাবেক যোগাযোগ মন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। আজ এক শোক বার্তায় উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মরহুম সৈয়দ আবুল হোসেন রাজধানীর একটি হাসপাতালে বুধবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উপমন্ত্রী এনামুল হক শামীম,এমপি তার শোকবার্তায় জানান, ‘ সৈয়দ আবুল হোসেন ছিলেন একজন বরেণ্য রাজনীতিবিদ ও শিল্পপতি। শিক্ষার প্রসারে, দেশগঠনে ও জাতি গঠনে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।’ মহান আল্লাহ তায়ালা মরহূমকে জান্নাতবাসী করুন। শেয়ার আমরা শোকাহত বিষয়: