করোনার প্রণোদনার কী হাল?

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ , জুলাই ২২, ২০২০

প্রণোদনা প্যাকেজে শুধু তৈরি পোশাক খাতই ভালো অবস্থানে আছে৷ অন্যান্য খাতের ঋণ বিতরণ শুরু হলেও এ পর্যন্ত মাত্র তিন হাজার কোটি টাকা বিতরণ হয়েছে৷ বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচিও স্থগিত আছে বলে ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন৷সরকার এ পর্যন্ত বিভিন্ন খাতে এক লাখ কোটি টাকারও বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে৷ তার মধ্যে তৈরি পোশাক খাতে পাঁচ হাজার কোটি টাকা, শিল্প খাতে ৩০ হাজার কোটি, ক্ষুদ্র-মাঝারি শিল্পে ২০ হাজার কোটি, কৃষি খাতে পাঁচ হাজার কোটি, রপ্তানি উন্নয়ন খাতে ১২ হাজার ৫০০ কোটি উল্লেখযোগ্য৷

পোশাক খাতে প্রণোদনা ঋণ দেয়া হয় শতকরা চার ভাগ হারের সুদে৷ অন্যান্য খাতে শতকরা ৯ ভাগ সুদ হলেও তার অর্ধেক সরকার ব্যাংকগুলোকে ভর্তুকি দেয়ার কথা বলছে৷

পোশাক খাতে পাঁচ হাজার কোটি টাকার পর আরো দুই হাজার ৫০০ কেটি টাকা প্রণোদনা ঋণ দেয়া হয়েছে৷ এই ঋণ পোশাক শ্রমিকদের বেতন হিসেবেই দেয়া হয়৷ বিজিএমই’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান জানান, পোশাক শিল্পে পুরো সাড়ে সাত হাজার কোটি টাকা ঋণই বিতরণ করা হয়েছে৷ কিন্তু পোশাক খাত আরো ঋণ চাচ্ছে৷ তাদের যুক্তি হলো, সরকার যে ঋণ দিয়েছে তা বেতন-ভাতায় শেষ হয়ে গেছে৷ সামনে আরো তিন মাস বেতন-ভাতা দিতে ঋণ প্রয়োজন৷ সিদ্দিকুর রহমান বলেন, ‘‘পোশাক খাতে প্রতি মাসেই বেতন-ভাতা বাবদ খরচ হয় পাঁচ হাজার কোটি টাকা৷ ঋণের সঙ্গে আমরাও ৪০ ভাগ দিচ্ছি৷ তাই আরো ঋণ না পেলে আমাদের পক্ষে সামনের তিন মাস বেতন দেয়া কঠিন হবে৷’’কয়েকটি তফসিলি ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি প্রভৃতি খাতে ঋণ দেয়ার জন্য এরইমধ্যে ব্যাংকগুলোকে একটি গাইডলাইন পাঠিয়েছে৷ তাতে আসলে শর্তে বিশেষ কোনো ছাড় দেয়া হয়নি৷ শুধুমাত্র সুদের একটি অংশ ভর্তুকি হিসেবে সরকার দেবে৷ ওই কর্মকর্তারা জানান, এই ঋণ দেয়া হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে৷ অনেকেই আবেদন করছেন, কিন্তু শর্ত পূরণ করতে পারছেন না৷ সবচেয়ে সমস্যায় আছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিকরা৷ ফলে এখানে তেমন ঋণ বিতরণ হচ্ছে না৷ শিল্পখাতে এ পর্যন্ত মাত্র তিন হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে বলে জানান সিপিডির অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান৷

তিনি বলেন,‘‘তৈরি পোশাক খাত তো প্রণোদনার ঋণ পেয়ে গেছে৷ কিন্তু অন্যান্য খাতের ঋণ নিয়ে সমস্যা হচ্ছে৷ ব্যাংকগুলো নন-পারফর্মিং লোনে জর্জরিত৷ তাই তারা এই লোন দেয়ার ব্যাপারে খুবই সতর্ক৷ ফলে যথা সময়ে এই লোন পাওয়া যাচ্ছে না৷ করোনায় যে সহায়তার জন্য এই লোনের কথা বলা হয়েছে তা কতটা কাজে আসবে তা নিয়ে সন্দেহ আছে৷ আর এই লোনের মাধ্যমে শুধু শিল্প প্রতিষ্ঠানই ঘুরে দাঁড়াবে তা নয়, এখানে কর্মসংস্থানেরও প্রশ্ন আছে৷’’

ব্যাংকগুলো তাদের চাহিদা অনুযায়ী ‘কোলেটারাল না পেলে ঋণ দিচ্ছে না৷ তাই এখন দাবি উঠেছে, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টার হওয়ার৷ এসএমএমই এবং কৃষি খাতে মোট ২৫ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি৷ কারণ, তাদের সাথে ব্যাংকের যোগাযোগ তেমন নেই৷ ফলে ব্যাংক যে ধরনের কাগজপত্র চায়, তা তাদের কাছে নেই৷ আর ব্যাংকগুলোর আশঙ্কা, তাদের ‘মন্দ ঋণ’ বেড়ে যায় কিনা৷খাদ্য সহায়তা
করোনার সময় সরকারের নেয়া বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচী এখন বন্ধ আছে৷ এখন চলছে প্রচলিত ভিজিএফ, ভিডিজিসহ সামাজিক সুরক্ষা কর্মসূচি৷ গত ঈদে সরকার ৫০ লাখ মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে দুই হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তার যে উদ্যোগ নিয়েছিল, তা এখনো শেষ হয়নি৷ অনিয়মের কারণে মোবাইল ফোন নাম্বার আপডেটের কাজ এখনো চলছে৷ কারণ, একাধিক ব্যক্তির নামে একই মোবাইল ফোন ব্যবহার করা হয়েছিল৷ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান,‘‘করোনায় যে বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি নেয়া হয়েছিল তা ১১ জুন থেকে বন্ধ আছে৷ এখন শুধু ভিজিএফ কর্মসূচি চালু আছে৷ সামনে ঈদ উপলক্ষে এক কোটি ৬ লাখ পরিবারকে ভিজিএফ-এর আওতায় খাদ্য সহায়তা দিয়েছি৷’’ এর বাইরে সামাজিক সুরক্ষা কর্মসূচি বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো বাড়ানো হয়েছে৷ বিশেষ খাদ্য সহায়তার আওতায় ১১ জুনের আগ পর্যন্ত সাড়ে ছয় কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান৷ মোবাইল ফোন নাম্বার আপডেট হলে নগদ সহায়তা দেয়াও শুরু হবে৷

তবে এই বিশেষ খাদ্য কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে৷ অনিয়মের অভিযোগে দেশের ভিভিন্ন এলাকায় ইউপি চেয়ারম্যান, সদস্যরা গ্রেপ্তারও হয়েছেন৷(ডিডাব্লিউ)

Loading