ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন তদন্ত কমিটি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ , অক্টোবর ২৪, ২০২৩ কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে মালবাহী ট্রেনের চালকসহ তিনজনকে। এদিকে দুর্ঘটনার ৭ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত ট্রেন সরানো এবং লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রামের উদ্দেশে দুর্ঘটনাস্থল ছেড়ে গেছে সেই কন্টেইনারবাহী মালগাড়িটি। নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে বলে জানায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক। যাত্রাবাহী এগারোসিন্ধুর গোধূলী ও কন্টেইনারবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে নিহত ১৭ জনের মধ্যে ১৪ জনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শেয়ার সারা দেশ বিষয়: