বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান কাদেরের নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ , অক্টোবর ২৩, ২০২৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। দলটি উস্কানি দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলেও এ অভিযোগ করেন তিনি। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলের জন্য অপতৎপরতা চালাচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতা বলেন, ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর সমাবেশের নামে জনমনে ভীতি সঞ্চার করছে বিএনপি। শেয়ার রাজনীতি বিষয়: