ধামরাইয়ে ফিলিস্তিনদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ , অক্টোবর ২০, ২০২৩ ধামরাইয়ে ফিলিস্তিনদের উপর অবৈধ দখলদার ইসরাইলি সন্ত্রাসীদের আগ্রাসন প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঢাকার ধামরাইয়ে ফিলিস্তিনদের উপর অবৈধ দখলদার ইসরাইলি সন্ত্রাসীদের আগ্রাসন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা নামাজের পরে ধামরাই উপজেলা সর্বস্তরের উলামা মাশায়েখ ও তৌহিদী জনতা মিলিত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাাবেশ করে। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল,সহ সভাপতি আবু বকর সিদ্দিক, কাসিমুল উলূম মহিলা মাদ্রাসার ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিন , হাফেজ মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন, মুফতি আবুল কালাম ও হাফেজ লিয়াকত আলী প্রমুখ। বক্তারা বলেন, ইসরাইলি সন্ত্রাসীরা যেভাবে ফিলিস্তিনদের উপর বর্বোচিত অত্যাচার ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা তীব্র নিন্দা ও বিচার দাবী করি। ইসরাইলিদের পন্য বর্জন করতে হবে আমাদেরকে। ফিলিস্তিনদের বাঁচানোর জন্য বিশ্ব মুসলিম বাসিদেরকে আহ্বান জানায়। শেয়ার সারা দেশ বিষয়: