বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ , অক্টোবর ৭, ২০২৩ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ অক্টোবর) নবনির্মিত টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডিজিটাল বাটন চেপে এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হবে আন্তর্জাতিক বিমান যোগাযোগের হাব। ৎৎ তিনি বলেন, সরাসরি শাহজালাল বিমান বন্দরে পাইপ লাইনে জেট ফুয়েল আনার কাজ শুরু হয়ে গেছে। বিমানে আন্তজেলা যোগাযোগ বাড়ানোর পরিকল্পনাও আছে বলে জানান তিনি। জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাংয়ের অ্যাভিয়েশন ঢাকা কনসোটিয়াম এই টার্মিনালের নির্মাণ করছে। টার্মিনালের ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩শ’ কোটি টাকা। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে নবনির্মিত টার্মিনাল তিন পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান নতুন এই টার্মিনালের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখান। এসময় বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেয়ার জাতীয় বিষয়: