পটিয়ায় গৃহনির্মাণে চাঁদা দাবির মামলায় দুই আসামি কারাগারে!

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ , অক্টোবর ৫, ২০২৩

পটিয়ায় চাঁদা দাবির মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার
(৫ অক্টোবর) দুপুরে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফআইআরভূক্ত তিন আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তিনজনের মধ্যে আদালত দুইজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন চট্টগ্রাম পটিয়া পৌরসভা গোবিন্দারখীল এলাকায় আসামী জাহাঙ্গীর আলম (৪৫) এবং ফরিদ আহমদ (৪৮)। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আবদুল্লাহ আল নােমান আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করে বলেন, আসামিরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ আমি বাড়ি নির্মাণের শুরু থেকে তারা আমার নির্মাণ কাজে বাধা প্রদান করে আসছিল। বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিয়ে নির্মাণকৃত জায়গা আমমোক্তারনামায় মালিক দাবি করে, তার বিপরীতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর ২৩ ইং তারিখে আসামিরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অনাধিকার প্রবেশ অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারধর করকে উদ্যত হয়। এসময়ে তারা আমার কাছ নগদ ৫ লাখ টাকা দাবি করে, অন্যথায় ওই জমিতে ঘর নির্মাণ করতে পারবে না বলে কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে আমি আইনের শরণাপন্ন হয়ে আদালতে মামলা দায়ের করি।

আইনজীবী নুর মিয়া বলেন, হুমকি ও চাঁদাবাজি মামলায় এজাহারভুক্ত আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এরমধ্যে একজনের জামিন দেওয়া হয়। জাহাঙ্গীর আলম ও ফরিদ আহমদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

Loading