দ্বিতীয় দিনে রাজবাড়ী-ঢাকা রুটে বাস ধর্মঘট নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ , অক্টোবর ৩, ২০২৩ গোল্ডেন লাইন পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে ধর্মঘটের জেরে দ্বিতীয় দিনের মত বন্ধ রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে এ রুটে চলাচলকারী শত শত যাত্রী। আজ মঙ্গলবারও এ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে সোমবার ভোর থেকে ঢাকা-রাজবাড়ী রুটে বন্ধ হয়ে যায় যাত্রীবাহী বাস চলাচল। মূলত ঢাকা-রাজবাড়ী রুটে গোল্ডেন লাইন পরিবহন দুটি ট্রিপ চালানোর কথা থাকলেও তারা ৫-৬ ট্রিপ চালিয়ে আসছিল। এতে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ কতৃপক্ষ ট্রিপ সংখ্যা দুটির বেশি না চালানোর কথা জানান। কিন্তু গোল্ডেন লাইন পরিবহন তা মানতে রাজি না হওয়ায় দুই বাস মালিক কর্তৃপক্ষের মাঝে বিরোধ দেখা দেয়। এতে এ রুটে গত দুই দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা কাউন্টারের এসে ফেরত যাচ্ছেন। এতে ঢাকাসহ বিভিন্ন দূরদূরান্তের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। ঝুঁকি নিয়ে এসব যাত্রী সাধারণ মাহেন্দ্র, ব্যাটারি চালিত অটোরিকশা এবং লোকাল বাসে দৌলতদিয়াঘাট পর্যন্ত ভেঙে ভেঙে যাচ্ছেন। তবে কবে নাগাদ এ রুটে বাস চলাচল শুরু হবে তা জানাতে পারেনি রাজবাড়ী বাস মালিক কর্তৃপক্ষ। শেয়ার সারা দেশ বিষয়: