ধামরাইয়ে আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ২৯, ২০২৩ ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার ধামরাই জাতীয় ঈদগায়ে মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন সাকু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্হানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, বিশেষ আলোচক হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জাকারিয়া আল হোসাইন,ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আলিম সেলিম, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, কৃষক লীগের সাবেক সভাপতি আহমদ আলী ও যুবলীকের নেতা কামরুল ইসলাম প্রমুখ। সভাশেষে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জাকারিয়া আল হোসাইন দোয়া মাহফিল পরিচালনা করেন। এছাড়া ধামরাই উপজেলা বিভিন্ন স্থানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়। শেয়ার সারা দেশ বিষয়: