ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুনে পুড়ে শতাধিক নিহত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ২৭, ২০২৩ ইরাকের উত্তরাঞ্চলীয় এক প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে আগুনে পুড়ে অন্তত ১শ’ ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। মঙ্গলবার গভীর রাতে ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামদানিয়া জেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি বিশাল ইভেন্ট হলে এই বিয়ের অনুষ্ঠান চলছিল। সেসময় আগুন লাগে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বর ও কনে রয়েছে বলে জানা গেছে। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, আতশবাজি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে। দমকলকর্মীরা জীবিতদের খোঁজে পুড়ে যাওয়া ভবনের ভেতর যান। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও মেডিকেল সদস্যদের পাঠানো হয়েছে। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘অগ্নিকাণ্ডের ফলে ইভেন্ট হলের কিছু অংশ ধসে পড়ে, স্বল্পমূল্যের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে।’ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। শেয়ার আন্তর্জাতিক বিষয়: