পটিয়া পৌরসভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৬, ২০২৩

চট্টগ্রামের পটিয়া পৌরসভার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর ) সকালে পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল

পৌর কাউন্সিলর গোফরান রানা, সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মুফতি হামিদুল হক, বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র চৌধুরী, প্রকৌশলী বিবেক কান্তি দাশ বক্তব্য রাখেন কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, কাউন্সিলর জসিম উদ্দিন, শফিউল আলম, সচিব নেজামুল হক সহকারী প্রকৌশল মিজানুর রহমান খন্দকার,উপ সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান, শরীফ খান, শহীদুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল বলেন, এ দিনে আরবের মক্কা নগরীর কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)। একসময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত।
তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং করত মূর্তিপূজা। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে প্রেরণ করেন।’
সর্বকালে সকল বিষয়ে তিনি শীর্ষে স্থান পেয়েছেন এবং পেতে থাকবেন। তিনি সর্বজন বরেণ্য।

এজন্যই তাঁর পদাংক অনুসরণ সকলের জন্য ফরজ।পৃথিবীতে রাসুলের আদর্শ অনুস্মরণেই প্রতিষ্ঠিত হতে পারে শান্তি। যুগে যুগে তার আদর্শ পৃথিবীতে শান্তির অমিয় বানী ছড়িয়ে দিতে পারে। মাহফিল শেষে পৌর সেবকদের মাঝে তবারুক পরিবেশন করা হয়।

Loading