আজ ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী মন্ত্রী রেনা বিটার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ২৬, ২০২৩ গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রেনা বিটার ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন। তবে ঢাকা আসবেন কবে তা স্পষ্ট করেছে পররাষ্ট্র দপ্তর। সফরটি যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসন এবং বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মার্কিন সরকার বাংলাদেশের ওপর ভিসানীতি কার্যকর করার মাত্র কয়েকদিন পরই ঢাকা সফরে আসছেন দেশটির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলারবিষয়ক সহকারী মন্ত্রী পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও বাংলাদেশের ঢাকা সফর করবেন। তবে কবে কোথায় যাবেন তা উল্লেখ করা হয়নি। সফরকালে রেনা বিটার দুই দেশের সরকারের ও দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। শেয়ার জাতীয় বিষয়: