ধামরাইয়ে শিক্ষকদের সঙ্গে বেনজীর আহমদ এমপির মত বিনিময়

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৪, ২০২৩

ঢাকার ধামরাইয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরিশিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও শিক্ষকদের সাথে  স্থানীয়  এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের মত বিনিময় সভা হয়েছে। গত  শনিবার  মোহাম্মদী গার্ডেন মহিশাষীতে এ মত বিনিময় সভার আয়োজন অনুষ্ঠিত হয়।

শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময়  সভায় উপজেলার শিক্ষকদেরএ মিলনমেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয়  এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির   সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  বেনজীর আহমদ।

তিনি বলেন,   আপনাদের কাছে একটা অনুরোধ তা ভেবে দেখবেন বর্তমান সরকারের সময়শিক্ষা প্রতিষ্ঠানে যে উন্নয়ন করা হয়েেছে এবং আমাদের ধামরাইয়ে যে উন্নয়ন হয়েছে  তা কোন সরকার আমলে হয়নি।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলীম সেলিম,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক ভিপি এ এম জলিল,  উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ ও সোহানা জেসমিন মুক্তা, উপজেলা সকল চেয়ারম্যানগণও বিদ্যালয়ের সকল শিক্ষকগণ।

Loading