ধামরাইয়ে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৯, ২০২৩

ধামরাই উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা গত রোববার অনুষ্ঠিত হয়।
প্রথমে র‌্যালিটি বের হয়।  র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে   উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার  হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্হানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ,
বিশেষ অতিথি হিসেবে  স্হানীয় সরকারের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এ কে এম মমিনুল হক,এলজিডি  প্রকৌশলী সালেহ হাসান প্রামানিক প্রমুখ।

স্হানীয় সরকার দিবস’অনুষ্ঠানে ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের উপস্থিত থাকার কথা থাকলেও মাত্র চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।আর বাকি ১২ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন। এতে বেশিরভাগ  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনুপস্থিত থাকায় উপজেলার নির্বাহি অফিসার ক্ষোভ  প্রকাশ করেন।
আলোচনাসভা শেষে  স্থানীয় এমপি বেনজির আহমেদ স্থানীয়  উন্নয়ন মেলা উদ্বোধন করেন।

Loading