বান্দরবানে সেনাবাহিনী-কেএনএফ গোলাগুলি, আহত ১ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৮, ২০২৩ বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসী গ্রুপ কেএনএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কেএনএফের এক সদস্য। সোমবার সকাল দশটার দিকে রুমার জাইঅং পাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে। সেনাবাহিনী জানায়, নাশকতা ঘটানোর উদ্দেশ্যে কেএনএফের একটি দল জাইঅং পাড়ায় অবস্থান নিয়েছিল। এমন খবরে সেনাবাহিনীর টহলদল সেখানে গেলে কেএনএফের সদস্যরা গুলি চালায়। এসময় সেনাবাহিনীও আত্ম রক্ষার্থে পাল্টা গুলি চালালে কেএনএফ’র এক সদস্য আহত হয়। পরে তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। শেয়ার বান্দরবান বিষয়: