মানবিক মানুষ হবো এই স্লোগানে পটিয়া এপেক্স ক্লাবের আলোচনা সভা

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ১৬, ২০২৩

পটিয়া এপেক্স ক্লাবের ফ্লোর মেম্বার বিশিষ্ট সমাজকর্মী ও মানবিক সংগঠক এপেক্সিয়ান মীর এরশাদুর রহমানের জন্মদিন উপলক্ষে পটিয়া এপেক্স ক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার পটিয়া খুঁশবো ডাইন রেষ্টুরেন্টে এক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
“মানবিক মানুষ হবো” নাম করনে এক আলোচনা সভা সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান এর সভাপতিত্বে ও এপেক্সিয়ান ডাইরেক্টর মোরশেদুর রেজা সবুজ ও নাফিস করিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার উপদেষ্টা সমাজ সেবক সৈয়দ নুরুল আবছার। প্রধান আলোচক ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম, বিশেষ অতিথি এপেক্স ক্লাব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন, সার্জন এন্ড আর্মস এপেক্সিয়ান ইব্রাহিম রানা, পটিয়া নব জাগরণ সংঘের সভাপতি মাহমুদুল হক সুমন,আরমান,মুনতাসির আলম তাজিম প্রমুখ।
এতে প্রধান অতিথি সৈয়দ নুরুল আবছার বলেন পৃথিবীতে মানবসেবার উপরে কোন সেবা নেই, মানবসেবা করতে গেলে মানবিক মানুষ হিসাবে নিজেকে তৈরি করা দরকার।
এপেক্স ক্লাব অব পটিয়া যে মানবতার জন্য কিছু দায়িত্বশীল তরুন সংগঠক সৃষ্টি করেছেন মীর এরশাদুর রহমান তারমধ্যে একজন মানবিক সংগঠক।
সমাজ পরিবর্তনে এবং মানুষের জন্য কাজ করতে পারা একজন সমাজকর্মীর বড়ই সৌভাগ্যের। তাই সকলকে একযোগে মানবতার কাজে এগিয়ে আসতে হবে। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

Loading