পটিয়ায় প্রযুক্তি সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা আটক !

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ১৬, ২০২৩

চট্টগ্রাম পটিয়া উপজেলা গৈড়লা এলাকা থেকে মোটরসাইকেল চুরিতে মাস্টার মাইন্ড আরিফুল ইসলাম (২৩) কে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে আটক করেছে পুলিশ। আরিফুল ইসলাম পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা এলাকার মৃত জহির আহমদের ছেলে ।কয়েকদিন আগে আরিফুলকে ধরতে পটিয়া ও কর্ণফুলী থানা পুলিশ যৌথভাবে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তাকে পাওয়া য়ায়নি।পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করে কর্ণফুলি থানা পুলিশ।


কর্ণফুলির কান্তির হাট এলাকা থেকে গত এক সপ্তাহ আগে চুরি হওয়া মোটরসাইকেলের মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে আরিফুল গ্রেফতার করা হয়। আরিফুল থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়ার জঙ্গলখাইন দিঘির পাড় এলাকা থেকে চুরি হওয়া একটি ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।


মোটরসাইকেল চুরিতে তার দক্ষতা দেখে রীতিমতো হতবাক সবাই । একটি মোটরসাইকেল চুরি করতে তার সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। চুরি করা মোটরসাইকেল তুলে দেন চক্রের হাতে ।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় দিনভর বিভিন্ন মার্কেট, শপিংমল, হাসপাতালের পার্কিং ঘুরে পছন্দের মোটরসাইকেল খুঁজে বের করাই আরিফুলের কাজ। পার্কিংয়ে থাকা টার্কেটকৃত মোটরসাইকেলটি নিয়ে মাত্র কয়েক সেকেন্ডেই হাওয়া হয়ে যেতেন আরিফুল। প্রতিদিনই কোনো না কোনো পার্কিং থেকে মোটরসাইকেল চুরি করেছে সে।

কর্ণফুলি থানার ওসি দুলাল মাহমুদ বলেন, কর্ণফুলি থানায় একটি মোটরসাইকেল চুরির মামলার সূত্র ধরে তাকে ধরতে সক্ষম হই। তথ্য প্রযুক্তির মাধ্যমে ১টি মোটরসাইকেল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। চুরির মামলায় তাকে জেলে পাঠানো হয়েছে। চোর চক্রকে ধরতে পুলিশ হেফাজতে তার বিরুদ্ধে আদালতের কাছে ৫ দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তার থেকে চুরির অনেক তথ্য ও সাথে থাকা চোরদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Loading