জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১২, ২০২৩

১২ সেপ্টেম্বর (মঙ্গলবার)রামগড় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রামগড় স্টেডিয়াম মাঠে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।
উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কাজী সোহেল রানা, উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।
উক্ত খেলার বিভিন্ন ইভেন্টে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়, নাকাপা উচ্চ বিদ্যালয়, রামগড় আইডিয়াল স্কুল, রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন।
উক্ত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ গত ৭/৯/২০২৩ ইং তারিখে উদ্বোধন হয়ে অদ্য ১২/৯/২০২৩ইং ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্তি হয়।

Loading