ঢাকায় ব্রিটিশ পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি বার্টন

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১১, ২০২৩

ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন দুদিনের সফরে ঢাকা এসেছেন।

ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের পঞ্চম কৌশলগত সংলাপে ব্রিটিশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

সোমবার তার ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক কর্মকর্তা।

ব্রিটিশ হাইকমিশন জানায়, এ সফরে ফিলিপ বার্টনের প্রধান লক্ষ্য হবে— পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সভাপতিত্ব করবেন।

ব্রিটিশ হাইকমিশন আরও জানায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সংযোগ প্রতিষ্ঠায় আধুনিক অর্থনীতি, বাণিজ্য এবং নিরাপত্তা অংশীদারত্ব উন্নয়নের প্রতিফলন হলো এই কৌশলগত সংলাপ। সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারত্ব, বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা সংকট প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।

এর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা, কোপ২৮ ও জলবায়ু অর্থায়নে যৌথ কাজে সহযোগিতা, জলবায়ু প্রভাবের সঙ্গে মানিয়ে চলা, যুক্তরাজ্যের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ প্রস্তাব জোরদারে সুযোগ সৃষ্টি হবে।

ব্রিটিশ স্থায়ী আন্ডার সেক্রেটারি ঢাকায় অবস্থানকালে রাজনীতিবিদ, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী নেতা এবং যুবসমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

ঢাকা সফরে এসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃষ্টির মধ্যেই রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণ করেছেন। তিনি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তুরাগ তীরে পৌঁছান। এ সময় বিক্রেতা তাকে সিঙাড়া ও সমুচা খাওয়ার অনুরোধ করেন।

ম্যাক্রোঁ বৃষ্টির মধ্যেই তুরাগ নদ ঘুরে দেখেন। এ সময় নৌকাবাইচ উপভোগ করেন তিনি। তুরাগ তীরে একজন বিক্রেতা তাকে সিঙাড়া-সমুচা খাওয়ার অনুরোধ করেন।

সেই সময়ের কয়েকটি স্থিরচিত্র গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় বিক্রেতা একটি প্লেটে কয়েকটি সিঙাড়া-সমুচা নিয়ে ম্যাক্রোঁর দিকে এগিয়ে যান।

ফ্রান্সের প্রেসিডেন্ট টিসু হাতে সিঙাড়া-সমুচা নেওয়ার চেষ্টা করেন। পরে তার সঙ্গে কথা বলেন। তবে তিনি খেয়েছেন কিনা তা জানা যায়নি। আরেকটি ছবিতে দেখা যায় ওই বিক্রেতার সঙ্গে হাত মেলাচ্ছেন ম্যাক্রোঁ। প্রেসিডেন্টের এমন আন্তরিকতায় তুরাগ তীরের মানুষ অনেক খুশি হয়েছেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ম্যাক্রোঁ।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। সেখানে পৌঁছলে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানাসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করেন ম্যাক্রোঁ।

ভারতে জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার পর রোববার রাত সোয়া ৮টায় ঢাকায় পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ম্যাক্রোঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা।

সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে ম্যাক্রোঁর। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

Loading