বাবার ঠাঁই – বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৯, ২০২৩ বাবার কাছে গল্প শোনা চাঁদনি রাতের সুখ ঝড়ঝঞ্জায় খুঁজে ফিরি বাবার আদুল বুক ভোরের পাখি ডাকার আগে বাবার ডাকটা শুনি বিশ্বমাঝে আলোক সাজে বাবা শ্রেষ্ঠ গুনী। দুঃখীজনের সহায় হবো সেই সেদিনের শিক্ষা তুখোড় মেধার মানুষ হও বাবা দিলেন দীক্ষা। খেলার মাঠে ঝগড়াঝাটি এক আধটু হবে হাসি কান্না জয় পরাজয়! বন্ধু বানাও সবে। আলোর পাখি বাবা তুমি স্নিগ্ধ কাশের দোল জগৎ সভায় বাবার ঠাঁই আনন্দ উৎরোল বাবা তুমি রোজ সকালের আলোর ফিনিক রাশি জাপটে ধরে বলছি বাবা তোমাকেই ভালোবাসি শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: