শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৭, ২০২৩

শিক্ষার সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে পরীক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে খানসামা কুমড়িয়া দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক-অবিভাবকবৃন্দদের নিয়ে সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার কুমড়িয়া দ্বি- মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ডা: শাহ মোঃ সামসুল হক।

এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও প্রাক্তন ছাত্র জনাব, এ্যাড সামসুর রহমান (পারভেজ)।

তিনি বলেন,শিক্ষার্থীদের পড়ালেখায় ফাকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কি-না এসবের কুফল সম্পর্কে ধারনা দেওয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। স্কুলে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্য আহবান জানান তিনি।

এ সময় উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, ভুষিরবন্দর B.M কলেজের অধ্যক্ষ ও প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন দুলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন শাহ্, প্রধান শিক্ষক মোকসেদ আলী মন্ডল প্রমূখ।
এ-সময় অভিভাবক সমাবেশে অত্র স্কুলের শিক্ষকবৃন্দ ও প্রায় দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

Loading