রামগড়ে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৭, ২০২৩ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ” নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ” এ শ্লোগানকে সাামনে রেখে রামগড় উপজেলায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের লেকে মাছের পোনা অবমুক্তকরণ ও উপজেলার বিভিন্ন জলাশয়ের মৎস্য চাষিদের মাঝে পোনা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি থেকে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার ড. আরিফ হোসেন খন্দকার, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,স্থানীয় সাংবাদিকসহ উপকার ভোগী প্রমূখ। এ সময় রামগড় উপজেলার ৪০টি জলাশয়ে ২২০ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত ও বিনামূল্যে বিতরণ করা হয়। শেয়ার খাগড়াছড়ি বিষয়: