রামগড়ে ভারতীয় চিনিসহ একজন আটক বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৬:৩০ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ৭, ২০২৩ খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি সহ ১ পাচারকারীকে আটক করেছে রামগড় থানা পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ১১ বস্তা চিনিসহ মোঃ বাবু (২১) নামে এক পাচারকারীকে আটক করা হয়। আটক বাবু রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের বাসিন্দা মো: ইউসুফের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের (ওসি) তদন্ত মোঃ ফখরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল ফেনীরকুল কালা মিয়ার বসতঘর তল্লাশি করে ঘরে জমা রাখা এসব ভারতীয় চিনি সহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি চোরাচালান মামলা রুজু প্রক্রিয়াধীন। শেয়ার খাগড়াছড়ি বিষয়: