রামগড়ে সাবেক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৬, ২০২৩ খাগড়াছড়ির রামগড়ে রশিতে ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ম তৈছালা পাড়ার নিজ বসত বাড়ির ঘর থেকে ঝুলন্ত অবস্থায় আতাউল করিম শিবলীর (৩৮) লাশটি উদ্ধার করা হয়। মৃত আতাউল করিম শিবলী ঐ এলাকার সাবেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম নুরুল করিম মাস্টারের ছোট ছেলে। মৃত শিবলীর বড় ভাই ফোরকান জানান, তার একমাত্র ছোট ভাইয়ের সাথে কারো কোন ঝামেলা বা শত্রুতা ছিলোনা। একসময় কলেজ ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলো। পরবর্তীতে মানসিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে এবং বছর দুয়েক আগে ঢাকার গাজীপুরে বিয়ে করে। স্ত্রী ও সাত মাসবয়সী কন্যা শিশুকে নিয়ে সুখেই ছিলো। রামগড় থানার ওসি মো: মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আত্মহত্যা। প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারন জানা যাবে। শেয়ার অন্যান্য বিষয়: