সুখের চুমু – বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ১, ২০২৩ একফালি রোদ্দুরে দীর্ঘ নিঃশ্বাসের স্পন্দন গড়ে দিলে অগণিত স্বপ্নের সিঁড়িঘর ছোঁয়াচে রোগে অষ্টপ্রহর নীলের সমুদ্র সাঁতরে এসে ভুলিয়ে দাও বিরহ ছিলো বিগত প্রহরে লুটোপুটি হুল্লোড়ে পাঁজরের খাঁজে এসে জমা পড়ে শত সহস্র প্রেম আলিঙ্গন ঝর্ণার গান শোনা জলাঙ্গী সঙ্গম আজ কাল পরশু প্রতিটি অনাগত দিনের,শুরু থেকে সমাপ্তিতে বৃষ্টি,কাশ,কুয়াশার আলাপনে সুখ এসে চুমু দেয় অশরীরী খেলাঘরে। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: