চিরিরবন্দরে সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ , আগস্ট ২৯, ২০২৩

দিনাজপুরের চিরিরবন্দরে সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুর জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদের নির্দেশনায় এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম শরীফুল হক এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, কৃষি অফিসার ও কৃষিবিদ জোহরা সুলাতানা, ভাইস চেয়ারম্যান শ্রী জোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম প্রমূখ।

এছাড়া উপজেলার সকল স্তরের জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক- সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ,  ব্যাংক ও এনজিও প্রতিনিধি সহ সকল স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সর্বস্তরের জনগণকে পেনশন কাঠামোয় অন্তর্ভূক্তির লক্ষ্যে বিশদ আলোচনা হয় এবং একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

Loading