চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ সেই শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ , আগস্ট ২৮, ২০২৩

চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ থাকা ১৮ মাস বয়সী শিশু ইয়াছিন আরাফাতের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা সোমবার (২৮ আগস্ট) সকালে শিশুটির লাশ উদ্ধার করে।

রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রঙ্গীপাড়ার কেএম হাশেম টাওয়ার এলাকার নালায় ডুবে শিশুটি নিখোঁজ হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা বলেন, বিকেলে শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। সকালে নালা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির বাবার নাম সাদ্দাম হোসেন।

স্থানীয়রা জানান, হালিশহর এলাকার ওই নালাটি আকারে বড় এবং সেখানে আবর্জনার স্তুপ আছে। সে কারণে শিশুটির লাশ উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্যদের সময় লেগেছে।

চট্টগ্রামে নালায় ও খাদে পড়ে মৃত্যুর বিষয় এটিই নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছিল। ২০২১ সালের ৩০ জুন নগরের ২ নম্বর গেট এলাকার চশমা খালে একটি অটোরিকশা পড়ে গিয়ে দুইজন নিহত হন।

একই বছরের ২৫ আগস্ট নগরীর মুরাদপুর মোড়ে নালায় তলিয়ে নিখোঁজ হয়েছিলেন সালেহ আহমেদ নামে এক ব্যবসায়ী। ঘটনার পর টানা কয়েকদিন অভিযান চালিয়েও লাশ না পেয়ে একপর্যায়ে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত তার মরদেহের খোঁজ মেলেনি।

ওই ঘটনার এক মাস পর ২৭ সেপ্টেম্বর নগরের আগ্রাবাদ এলাকায় সেহেরীন মাহবুব সাদিয়া নামে ১৯ বছর বয়সী এক তরুণী নালায় তলিয়ে যান। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর নালার আবর্জনা সরিয়ে রাতে তার মৃতদেহ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস। এর দুই বছর পর ফের নালায় পড়ে মৃত্যুর ঘটনা ঘটল।

Loading