ধামরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ , আগস্ট ২৫, ২০২৩ ঢাকার ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর (৪৮ তম) শাহাদাৎ বার্ষিকীতে ধামরাই সিটি সেন্টার প্রাঙ্গনে গত বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্হানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ,বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা অজিত চক্রবর্তী, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মশিউর রহমান জানু প্রমুখ।এ সময় উপজেলার সকল মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেয়ার সারা দেশ বিষয়: