ভন্ডামি কত আর? – বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ , আগস্ট ২৩, ২০২৩ চুমুকের নেশা আজ, ভর করে মগজে কাপে কাপে খুন হাসে, রমলার গরজে প্রচন্ড আক্রোশে, পুড়ে যায় জোড়াঠোঁট রমলার আঁচলেতে, গুঁজে দিই ছেঁড়া নোট ক্ষুধার কামড়ে ওরা, দাবী তোলে রাস্তায় হিংসুটে তেলবাজ, দোলনায় দোল খায় গোগ্রাসে গিলে খেলি, শ্রমিকের অধিকার ব্যাংক,বীমা,গ্যাস নিয়ে, অহেতুক দরবার। শ্রমঘাম কেড়ে নিলি, বক যত ধার্মিক মানবতা নাটকেতে, গলাবাজি শতধিক শ্রমিকের চোখে খুন, কপটের আশ্বাসে মুক্তির ভীত কাঁপে, রাক্ষুসে নিঃশ্বাসে আয়াশের ভারে মরে, চালবাজ দুর্মতি, গরীবের সুখ লুটে, হয়ে যায় কোটিপতি মুখোশের ভিড়ে তুই, নররূপী জানোয়ার দিনশেষে প্রতিশোধ।ভন্ডামি কতো আর! ২৪/০৮/২৩ শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: